
বিশু তনচংগ্যা
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির দেবতাছড়ি এলাকা হতে বৃহস্পতিবার রাত ২ঘটিকার সময় ২২ বোরের একটি রাইফেলকে মদ্যপায়ীদুই উপজাতীয় যুবকের কাঁধে দেখতে পেয়ে তাদের আটক করে রাঙামাটি সেনাবাহিনী। রাইফেলটি লাইসেন্সকৃত হলেও অবৈধভাবে অতিরিক্ত ৪৫ রাউন্ড (লাইসেন্সকৃত অস্ত্রের সাথে ৩০ রাউন্ড এ্যামোঃ থাকতে পারে) এ্যামোনিশন থাকার কারণে তাদের দুই জনকেআটক করে কাপ্তাই থানায় সোপদ করা হয়েছে। থানা সুত্রে এসব তথ্য জানা যায়।
কাপ্তাই থানা সুত্রে আরও জানা যায়, রাঙামাটি সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে ওয়াগ্গা ইউ পির দেবতাছড়ি এলাকার দুর্গাচরণ কারবারির পুত্র রাজ চন্দ্র তনচংগ্যা (৩৫) ও একই এলাকার দেবী চরণ তনচংগ্যার পুত্র খোকন তনচংগ্যা (৩২) কে আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাইসেন্স বিহীন তার কাছে অতিরিক্ত ৪৫ রাউন্ডএ্যামোনিশন পাওয়া যায়।বর্তমানে আটককৃত ব্যাক্তিদ্বয় কাপ্তাই থানা হেফাজতে রযেেছ এবং মামলা প্রক্রিযাধীন রযেেছ বলে জানা যায়।