শোকাহত, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, চৌধুরী মুহাম্মদ রিপন দৈনিক যায়যায় কাল ও দৈনিক প্রথম বার্তা র চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং সকালের বার্তা ও আজকের কর্ণফুলী নির্বাহী সম্পাদক
ajkerkarnaphuli.com
Sokalerbarta24.com
"দৈনিক চট্টগ্রাম খবর" পত্রিকার সিনিয়র রিপোর্টার আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা বাবলু বড়ুয়ার জেঠাতো ভাই ইডেন গামেন্টেসের চেয়ারম্যন উদয়ন বড়ুয়া গতকাল রাত ১২ টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল সেন্টার ক্লিনিকে পরলোক গমন করেন। তাঁহার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। আজ বিকাল ০৪ ঘটিকার সময় ফটিকছড়ির কোটর পাড়ে তাঁহার শেষ কীর্ত দাহ সম্পন্ন করেন। তাঁহার গ্রামের বাড়ি ফটিকছড়ি জাহানপুরে। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ তিন কন্যা সন্তান রেখে যান।
তাঁহার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।