খোকননাথঃ
গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও আন্দোলনে যে কয়েকটি প্রস্তাবনা ছিল তমমধ্যে ৩টি ধাপ শিক্ষকদেরকে খাদ্য সহায়তা প্রদান,শিক্ষকদের জন্য মাসিক নুন্যতম সম্মানী ভাতা প্রদান,কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকদের জন্য প্রনোদনা বা কম সুদে ব্যাংক লোন প্রদান। তার অংশ হিসাবে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার ও শিক্ষকদের খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম. নাসিরউদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র মহোদয়ের পি.এস. জনাব মোহাম্মদ আবুল হাসেম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম,বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক জনাব মোঃ মোহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সচিব মিসেস লুবনা হুমায়ূন সুমী, মহিলা সচিব মিসেস শাহানাজ ইসলাম, সমাজ কল্যাণ সচিব ও হাটাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা, অর্থ সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, শিক্ষা সচিব মোহাম্মদ মোক্তার হোসেন, সাংগঠনিক সচিব মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী, সহ-প্রচার সচিব মিসেস আবিদা সুলতানা চৌধুরী,সহ-সাংগঠনিক সচিব ফেরদৌস আলী, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ শাহজাহান, ক্রীড়া সচিব এম.এ মতিন, সহ-ক্রীড়া সচিব নুর মোহাম্মদ বাবলু, দপ্তর সচিব নুরুল আবছার, নির্বাহী সদস্য শাহ আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, রিক্তা বড়ুয়া, হ্যাপীময় দে,কর্মকর্তা মোহাম্মদ রিপন, মোহাম্মদ রুবেল ও বিদ্যালয় পরিচালক,সাংবাদিক সুপলাল বড়ুয়া সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের তিন শতাধিক কে.জি স্কুলের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। মাননীয় মেয়র মহোদয় সকলকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান, এবং আগামীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।