চট্টগ্রামের দুই এডিসি উপসচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মমিনুর রশিদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন। পদোন্নতি পাওয়ায় দু’জনেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মমিনুর রশিদ এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ২৪৯ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। ২২তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মো. মমিনুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) হিসেবে ২০১৭ সালে চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগদান করে প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্বপালন করেন তিনি। বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) হিসেবে দায়িত্বপালন করছেন। এর আগে তিনি জামালপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে সহকারি কমিশনার পদে কর্মরত ছিলেন। পরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। মো. মমিনুর রশিদের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলায় সাপটানে। তিনি লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে লালমনিরহাট সরকারি কলেজে ভর্তি হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বর্তমানে উনার সহধর্মিনী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে এক কন্যা সন্তানের জনক তিনি। এদিকে মোহাম্মদ দেলোয়ার হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে ২০১৭ সালে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন এবং তথ্য কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার রামগতি, কুমিল্লা জেলার লাকসাম এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেনের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামে। তিনি তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেছেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।  উপসচিব হিসাবে পদোন্নতি লাভ করায় মো. মমিনুর রশিদ এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত