‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসলেও এবার ঈদ এসেছে ভিন্ন এক প্রতিকূলতার মাঝে। যেসময়ে সারা পৃথিবীর অপরাপর দেশের ন্যায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তে সংখ্যা এরিসাথে মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘায়িত।
ঠিক দেশের সংকট কালীন মুহুর্তে সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ করতে আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধানত উৎসব ঈদ।' ঈদ-উল-ফিতর।
ঈদে সকল দেশবাসী ও আমার প্রাণ প্রিয় ফটিকছড়িবাসীকে জানাচ্ছি ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের এই দিনটি আপনাদের জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে..........
ঈদ মোবারক ..........
বেলাল নূরী
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা।