খোরশেদ আলমঃ
চট্টগ্রাম হালিশহর আহম্মদুর রহমান ছোকানীর বাড়িতে মৃত ইদ্রিস আলী ২৭ তম মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও হতদরিদ্র পরিবারের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেন। গতকাল পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১০টা হতে বিকাল ৩টা পযন্ত এই খাদ্য বিতরণ চলে। ৩৯ নং ওয়ার্ড এর দক্ষিণ হালিশহর আহম্মদুর রহমান ছোকানী ছেলে ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ সভাপতি মোঃ ইদ্রিস আলী র ২৭ তম মৃত্যু বার্ষিকী পালন করেন মরহুমের ছেলে মেয়েরা। মৃত্যু কালে মোঃ ইদ্রিস আলী র ৬ ছেলে ২ মেয়ে ও স্ত্রী রেখে বরুণ করেন। রান্না করা খাদ্য বিতরণ অনুষ্ঠানে মরহুমের ৬ ছেলে ২ মেয়ে উপস্থিত ছিলেন। মরহুমের বড় ছেলে মেঝ ছেলে সাহবুদ্দিন, আলমগীর, আজম আমাদের প্রতিনিধি কে জানান প্রতিবছরের মত এবারও আমরা আমার বাবা মৃত্যু বার্ষিকী করলাম তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ সম্পূর্ণ করেছি। প্রতিবছর যেন আমরা আমার বাবা র মৃত্যু বার্ষিকীতে এই ভাবে হতদরিদ্র মাঝে খাদ্য বিতরণ করতে পারি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বাবার জন্য সবাই দোয়া করবেন।