টেকনাফে ৩য় শাখা সৌদিয়া কাউন্টার অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফ থেকে চট্টগ্রাম -ঢাকা রুটে বিলাসবহুল অত্যাধুনিক সৌদিয়া পরিবহনের এসি ও নন এসি চেয়ার কোচের ৩য় শাখা কাউন্টার অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ অক্টোবর) বিকেলে  টেকনাফ উপজেলা নাইট্যং পাড়া মেইন রোডের পাশ্বে কাউন্টারে টেকনাফ হতে চট্টগ্রাম -ঢাকার অভিমুখী চলাচলের জন্য দূরপাল্লার বিলাসবহুল অত্যাধুনিক এসি ও ননএসি চেয়ার কোচ সৌদিয়া  পরিবহন কাউন্টারের ৩য় অফিস শুভ উদ্বোধন করেন, টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুছ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন, উখিয়া- টেকনাফ সৌদিয়া কাউন্টারের ইনচার্জ মোঃ ফরিদ বাবুল, দৈনিক যায় যায় দিনের টেকনাফ প্রতিনিধি ও সাংবাদিক আবুল আলী,টেকনাফ পৌর প্রেস ক্লাবের তথ্য ও গভেষনা সম্পাদক  সাইফুদ্দিন মোঃ মামুন, দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, ইউনিটির সদস্য শহিদুল ইসলাম সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । কাউন্টার অফিস উদ্ধোধন উপলক্ষে এক মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিদিন সৌদিয়া পরিবহনের এসি/অন এসি চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৮.৩০, ৯.৩০, ১০.৩০, বেলা ১২.৩০, দুপুর ২ টা,  বিকাল ৩:৩০, সন্ধ্যা ৬০০টা : ঢাকার উদ্দেশ্যে সন্ধা ৬. ৩০ মিনিটে টেকনাফ কাউন্টার থেকে যাত্রা করে। টেকনাফ- উখিয়া কাউন্টারের  ইনচার্জ ফরিদ বাবুল বলেন, সৌদিয়া পরিবহন১৯৭৭ সাল থেকে যাত্রী পরিবহনে সেবা দিয়ে আসছে।
যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত