চট্ট‌গ্রামের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে লায়ন নবাব হোসেন মুন্নার আবেদন

নিজস্ব প্রতিবেদক

মানবতার মা, বিশ্বনেত্রী, বিশ্বনেতৃত্বের রোল মডেল, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আধুনিক বাংলাদেশর রূপকার, হাজার_বছরের_শ্রেষ্ঠ_বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার একটা প্রতুশ্রুতি চট্টগ্রামের দায়িত্ব আপনার। মা আপনি চট্টগ্রামের দায়িত্ব নিজের কাধে নিয়ে চট্টগ্রামবাসীকে ধন্য করেছেন। চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছেন। উন্নয়নের জোয়রে চট্টগ্রাম আজ অন্যরূপে সজ্জিত। জননি আপনার কাছে সত্যি আমরা চট্টগ্রাসবাসী কৃতজ্ঞ।
জননী বৈশ্বিক চরম সংকটকালীন সময়ে, মহামারী করোনার ভারে আছ চট্টগ্রাম নুয়ে পড়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে গাণিতিকহারে আর মৃত্যুর সংখ্যাও সারা দেশের তুলনায় চট্টগ্রামে বেশী। আজ আরো একবার চট্টগ্রামবাসী জননীর মমতার দিকে চেয়ে আছে। মা আপনি করোনা কালীন এ অবস্থা আর একবার চট্টগ্রামের দিকে নজর দিন। চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থায় একটু সুদৃষ্টিদিন জননীগো। না হলে চট্টগ্রাম মৃত্যুপুরীতে পরিনত হবে।

মা জননী,
বর্তমানে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থা একবারে নাজুক। যে চট্টগ্রাম বাংলাদেশের রাজস্বের সিংহ ভাগ (প্রায় ৭০%) যোগানদাতা। যে চট্টগ্রাম দেশের অর্থনৈতিক প্রাণ ভোমরা। অথচ সেই চট্টগ্রাম করোনা মহা সংকটকালীন মুহুর্তে চিকিৎসা ব্যবস্থায় একেবারে নিম্মমাণে অবস্থান করছেন। এই চট্টগ্রামে শিল্পপতিরও আধিক্য বেশী দুইশত থেকে শুরু করে হাজার কোটি টাকা মালিকদের অবস্থান এই চট্টগ্রামে। বড় বড় রাজনৈতিক ব্যাক্তিদের বসবাসও চট্টগ্রামে। আবার লুটপাট করা মানুষ গুলোর অনেকেই এই চট্টগ্রামে।
পরিতাপের বিষয় জননীগো এত শিল্পপতী, রাজনীতিবীদ থাকার পরও আজ চট্টগ্রামের মানুষ চিকিৎসার জন্য বড় অভাবগ্রস্থ। চট্টগ্রামে হাসপাতালের সংখ্যা একবারে নগন্য। এর মধ্যে চরমও এই দুর্যোগে বড় বড় ক্লিনিক গুলো সিন্ডিকেট করে রাজনীতিবিদ দের ছত্রছায়ায় বসে মোনাফা লুন্টনের পায়তারা করছে যা আপনি অবগত আছেন।

জননী সত্যিকারের মানবতার কল্যাণে কাজ করার মানুষের বড্ড অভাব এই চট্টগ্রামে। আমদের মত কিছু চুনোপুঁটি মানবিক কাজ গুলো ঘাড়ে নিয়ে ঘানি টেনে নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আর উপর তলার ঐ মানুষগুলো আর রাজনীতিবীদরা মনের সুখে দিব্যি আরামে দিন যাপন করছেন। এরি মধ্যে আবার অনেকে আপনার দেওয়া উপহার সামগ্রী নিজের নামে বিলি করে মহত সাজতে সর্বদা কাজ চালাচ্ছে। অনেকে নিজেদের আখের ঘুচাচ্ছে আবার অনেক রাজনীতিবীদ বাসা থেকেও বের হচ্ছেন না মনবতাতো দূরের কথা। আর অনেকে চিকিৎমার অভাবে নাকানিচুকানি খাচ্ছেন। আবার একশ্রেণী মানুষ আপনার নির্দ্দেশকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশী মতে চলছে। তাই দীর্ঘ হচ্ছে চট্টগ্রামে মৃত্যুর মিছিল।

জননী আমরা চট্টগ্রামবাসী বিশ্বাস করি সবসময়ের মত চিকিৎসা খাতে আপনি সুদৃষ্টি দিবের। চট্টগ্রামবাসী আপনাকে আজীবন কৃতজ্ঞচিত্রে স্মরণ করবে। করোনা আজ আছে হয়তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় একদিন আমরা করোনা মুক্ত হবোই, কিন্তু ইতিহাস পাতায় আপনার কর্মকান্ড গুলো অবদান অস্মরণীয় হয়ে থাকবে। তাই সমগ্র চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মমতাময়ী জনীন কাছে আরো একার নিবেদন মাগো চট্টগ্রামের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে আপনি একটু চট্টগ্রামের চিকিৎসাখাতে নজরদিন।
ইতিমধ্যেই যেই সব ক্লিনিক গুলো সিন্ডিকেট করেছে তাদের সনদ আজীবনের জন্য বাতিল করে দেন। আরো গনহারে পরীক্ষার ব্যবস্থা করে দিন। হাসপালের সংখ্যা বৃদ্ধি করুন। আইসিও বেড এর সংখ্যবৃদ্ধিকরে চিকিৎসা ব্যবস্থা সবত্র ছড়িয়ে দিন মা।
মাগো আর একবার আর একবার চট্টগ্রামবাসীর আকূল আবেদন শুনুন। চট্টগামের চিকিৎসা ব্যবস্থািয় আপনি সুদৃষ্টি দিন।

জননী আগামী চট্টগ্রাম আপনাকে এর যোগ্য প্রতিদান দিবে ইনশাআল্লাহ।

লায়ন নবাব হোসেন মুন্না,
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক।
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সংগঠক

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত