আনোয়ারার ১৫নং ঘাট পারাপারের চলছে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

 

মহানগর প্রতিনিধিঃএম.এ.সাত্তার

আনোয়ারাসহ বৃহত্তর দক্ষিন চট্রগ্রামের সাথে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার সাথে যোগাযোগের
প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যম সবার পরিচিত ১৫ নং ঘাট।

খুব সুন্দর মনোরম পরিবেশ ঘেরা নেভাল ঘেষা এই ঘাট দিয়ে প্রতিদিন আনোয়ারা, পটিয়া,বাঁশখালি,চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের কমপক্ষে ১০ হাজারের ও বেশি মানুষ যাতায়াত করছে।
কিন্তু নেই কোনো নিয়ম শৃঙ্খলা,নিয়ম, নীতিমালা, নির্ধারিত ভাড়ার তালিকা,
ঘাটের ইজারাদার ও বোট মালিক সমিতি থাকলেও কেও কোন নিয়ম নীতিমালা মানে না
১ টি বোটের যাত্রী ধারণ ক্ষমতা ২০-২৫ জন কিন্তু বোটের মাঝিরা ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বোট ছাড়েন এতে দুর্ঘটনার আশংকা বেশি থাকে।প্রায়ই বোট ডুবি ও মানুষ নিখোঁজের মত ঘটনা ঘটছে। তারমধ্যেই আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।যদিও একজন যাত্রীর ৮ টাকা ভাড়া হলেও সাথে থাকা ব্যাগটির জন্য আদায় করে ২০-৫০ টাকা
বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় হাজার হাজার মানুষ জিম্মি এই সিন্ডিকেটের হাতে।

হাজারো কষ্টের মাঝে ঘাট পার হলেও সিএনজি গাড়ির জন্য কষ্ট পায় হাজার ও মানুষ । ১০০ টাকার ভাড়া চায় ১৫০ টাকা, বৃহস্পতিবার ও শুক্রবার আসলে মানুষ বাড়িতে ছুটি কাটাতে যায়। মানুষের ঢল দেখে সিএনজি ড্রাইবার রা বাড়তি ভাড়া দাবি
কোনো উপায় না পেয়ে মেনে নেয় মাঝিদের কথা।সেন্টারের ১০ টাকার ভাড়া ১৫ টাকা নেয়া হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত