কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন "সেবাবাড়ি"। ৪ নং কাপ্তাই ইউনিয়নের কিছু অদম্য তরুন, যাদের হ্রদয়ে আছে মানুষের জন্য ভালোবাসা, যারা বিশ্বাস করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করার নামই জীবন। তাই তারা সংগঠিত হয়ে গঠন করে সেচ্ছাসেবী সংগঠন সেবাবাড়ী। মাত্র কিছু দিনের মধ্যে তাদের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়। তাদের উদ্যোগে গতকাল(বৃহস্পতিবার) কাপ্তাই ইউনিয়নের ৩০ টি অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ফাহিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে অসচ্ছল পরিবারের মাঝে এই উপহার পৌঁছে দেন।
উল্লেখ্য যে ইতিপূর্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, এতিম শিশুদের মাঝে নতুন জামা উপহার দিয়েছিল উক্ত সংগঠনটি।
৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ অনেকে তাদের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।