নূর মোহাম্মদ শাওন, চট্টগ্রামঃ
আগামী রবিবার (৩১ মে) থেকে স্বল্প সংখ্যক আন্তঃনগর ট্রেন চলবে। তবে এখনই চালু হচ্ছে না মেইল ও লোকাল ট্রেন। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী সকল যান চলাচল। সাত দফা বাড়ানো সাধারণ ছুটি শেষ হবে আগামী ৩০ মে। এর পরদিন থেকে সীমিত আকারে গণপরিবহন চলতে পারবে এ নির্দেশনার আওতায় ট্রেন চলবে।
দুই মাস বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এক্ষেত্রে প্রতিটি স্টেশনে থাকবে জীবাণুনাশকেের ব্যবস্থা, ট্রেনগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।ট্রেনের যাত্রী বসানোর ক্ষেত্রে শারিরিক দূরত্ব নিশ্চিত করার কথাও জানা গেছে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। এছাড়া ট্রেন সমূহের টিকিট বিক্রি হবে অনলাইনে।আসনের অর্ধেক টিকেট বিক্রি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ রুট ছাড়া অন্যান্য রুটে চলবে না ট্রেন।
এছাড়া শনিবার ট্রেন চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে বলে জানা গেছে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ৩১শ মে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। পরিস্থিতি যদি ভালোর দিকে যায় তাহলে ১৫ জুন থেকে সকল ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করা হবে।