
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটা নাম নয়। একটা অনুভূতি। এই অনুভূতিতে বাংলাদেশ ও বাংলাদেশী জাতীয়তাবাদ একই সূত্রে গাঁথা। উনবিংশ, বিংশ ও একবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের মাধ্যমে পৃথিবীর সকল উন্নত ও ক্ষমতাধর দেশের জন্ম। এবিষয়টি একমাত্র রাষ্ট্রনায়ক হিসেবে অনুধাবন করতে পেরেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাইতো তিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের।
ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে খুনীরা প্রসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলেও, তাঁর আদর্শকে হত্যা করতে পারিনি। তিনি তাঁর আদর্শ ছড়িয়ে দিয়েছেন ১৬ কোটি মানুষের হৃদয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম আপাত দৃষ্টিতে ১৯৩৬ সালে হলেও, তাঁর জন্ম ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে এই চট্টগ্রামের মাটিতেই। একটি নতুন রাষ্ট্র জন্মদানের মধ্যদিয়ে। তাই আমরা চট্টগ্রামবাসী ধন্য। আর চট্টগ্রামের মাটিতেই তিনি শহীদ হন। এজন্য আমরা চট্টগ্রামবাসী তাঁর নিকট ঋণী।
তানভীর মল্লিক
সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল।