কাপ্তাই উপজেলায় এসএসসিতে পাশের হার ৭০.৪৬% শতাংশ, দাখিলে ৯৮.৯৪%, জিপিএ ৫ পেয়েছে ৯১ জন

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা হতে এইবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২১২ জন পরীক্ষার্থী যার মধ্যে পাশ করেছে ৮৫৪ জন শিক্ষার্থী এবং শতকার পাশের হার ৭০.৪৬% শতাংশ। মোট জিপিএ – ৫ পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। তৎমধ্যে কাপ্তাই উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস নিয়ে সর্বোচ্চ ৫৬ জন জিপিএ-৫ পেয়ে রাংগামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।
এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৮.৯৪%। তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ৮২ জন অংশ নিয়ে সকলে পাস করেছে,অর্থাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান হতে ২ জন জিপিএ – ৫ পেয়েছেন। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই ফলাফল সংগ্রহ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত