বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর তৃতীয় বারের মতো আবারো চালক শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

ফয়সাল সিকদারঃ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগদের মাঝে প্রধান মন্ত্রী উপহার চাউল ও সাবান মাস্ক বিতরণ করলেন মেয়র আজম নাছির উদ্দীন ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ হোসেন হিরন।

চট্টগ্রাম কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে সহায়তা প্রদান করেন সিটি মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অন্যান্য জেলার মতো এই জেলাতেও বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। ফলে চরম বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানালেন সিটি মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন।
গতকাল সোমবার দুপুর ২ টায় চট্টগ্রাম পাহাড় তলী রেলওয়ে স্কুল এর সমনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যলয় দুই শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে এাণ বিতরণ করেন সিটি মেয়র ও কাউন্সিল মোঃ হোসেন হিরন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার হস্তান্তর অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাছির উদ্দীন শ্রমিকদের মাঝে কথা বলেন চট্টগ্রামে কোন অসহায় দরিদ্র পরিবার যেন কষ্ট না পায় সে দিকে তিনি নজর রাখবেন বলে জানান।

তিনি আরো বলেন, আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগটি নিয়েছে। এই সংকটময় মুহূর্তে সিটি মেয়র বলেন এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে এ সংকটময় মুহূর্তে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সিটি মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. মিনহাজ । তিনি বলেন, অনেকে মনে করেন পরিবহন শ্রমিকদের অনেক টাকা পয়সা আছে। তারা অসহায় নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন পরিবহন শ্রমিকরা কাজ না করলে টাকা পান না। চট্টগ্রাম যান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অসহায় হয়ে পড়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আবদুল গফুর, সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠতা মোঃ কালিম শেখ,কর্যকারী সভাপতি বেলাল হোসেন, কার্যকারী সদস্য জয়নাল আবেদীন, কামাল হোসেন, চট্টগ্রাম যুব লীগ নেতা রেদোয়ান ফারুক প্রমূখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত