ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
আইডিএফ এবং পিকেএসএফ এর যৌথ উদ্যোগে পরিচালিত কাপ্তাই ওয়াগ্গা প্রবীণ কর্মসূচি'র আওতায় ১০০ জন প্রবীণের মাঝে ১৫০০ টাকা করে মোট ১,৫০,০০০ টাকা প্রদান করা হয়। সোমবার(১ জুন) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এদের হাতে এই নগদ অর্থ তুলে দেন।
এইসময় ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা,প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি দিপ্তীময় তালুকদার,সমৃদ্ধি প্রবীন সমন্বয়ক তারিকুল ইসলাম, ওয়াগ্গা সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী নুরুল আলম,ক্ষুদ্র ঋণ কর্মসূচি ম্যানেজার ওমর ফারুক,প্রবীণ সমন্বয়ক রিপন চাকমা উপস্হিত ছিলেন।