
প্রেস বিজ্ঞপ্তি,
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ’ এর সভাপতি খাজা ওসমান ফারুকী হিমাদ্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামের করোনা চিকিৎসা কেন্দ্র “বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল” এবং করোনাক্রান্ত ও মৃতদের নিয়ে কাজ করা মানবিক সংস্থা ‘আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’কে মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই এবং ক্যাপ হস্তান্তর করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় চট্টগ্রামের কোভিট-১৯ আইসোলেশন কেন্দ্র চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল চত্বরে পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক মেহবুব আলী, অর্থ সম্পাদক মঈন উদ্দিন আকবর, দপ্তর সম্পাদক এম এ জলিল এর উপস্থিতিতে সভাপতির বক্তব্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের করোনা রোগীদের কল্যাণে সার্বিকভাবে সহায়তা অব্যাহত রাখার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি লায়ন ওসমান ফারুকী হিমাদ্রী।
লায়ন নবাব হোসেন মুন্না
সহ-সভাপতি
সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ