
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের এই সংকট মুহূর্তে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সচেতনমূলক কার্যক্রম ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩ জুন রোজ বুধবার চট্টগ্রাম বন্দর জোনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কে প্রদান করেন। উক্ত উপহারসামগ্রী বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা ৫ জুন রোজ শুক্রবার চট্টগ্রাম বন্দর এলাকার বিভিন্ন গরীব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম এ আশরাফ প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস প্রমুখ। এই সময় মোট ৫০ জন গরীব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত উপহার সামগ্রী ফাউন্ডেশন কে প্রদান করায় কাউন্সিলর আফরোজ কালাম কে ধন্যবাদ জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না ও মহাসচিব মোহাম্মদ আলী।