
জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মিনিবাস মালিক সমিতির সাথে নভেল করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি রোধে সচেতনা মূলক মত বিনিময় করেন হরিরামপুর পুলিশ প্রশাসন ও সিনিয়ার সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল। বাসে যাত্রী তুলার সময় জীবাণু নাশক স্প্রে ব্যবহার করা, মুখে মাস্কবিহীন যাত্রী না তুলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সরকারি বিধি-নিষেদ মেনে চলা,সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া আদায় করা, অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা,চাঁদা-বাজি সহ অনেক বিষয়ে আলোচনা ও সচেতন করেন উপজেলা প্রশাসন।
এ আলোচনায় উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আলমঙ্গীর হোসেন(সিংগাইর সর্কেল,মানিকগঞ্জ),হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন চৌধুরী, তদন্তকারী অফিসার মোশারফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন হরিরামপুর মিনিবাস সমিতির সভাপতি সাফায়েত মোল্লা, সাধারন সম্পাদক স্বপন তালুকদার, হরিরামপুর শ্রমীক সমিতির সভাপতি রিপন মোল্লা এবং সাধারন সম্পাদক নাসির শিকদার।
হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন চৌধুরী বলেন- হরিরামপুর উপজেলায় নভেল করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি রোধে হরিরামপুর পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবহনে চাঁদা-বাজি বন্ধ সহ যাত্রী হয়রানি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন সর্বক্ষন নজরদারী করছে।আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।