
জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দিনদিন বাড়তে থাকায় মানিকগঞ্জ জেলার ছাত্রলীগের যু্গ্ন সাধারন সম্পাদক রাজিডুল ইসলামের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন। মানিকগঞ্জেরর হরিরামপুর উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করার সময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন,দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাই বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে মানুষকে সচেতন করতে একযোগে মানিকগঞ্জের সকল উপজেলায় সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিল,আছে,থাকবে। এ সময় তাদের সহযোগিতা করেন সমীর কুমার,সদস্য, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, নাইমুর রহমান রবিন,সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ, মোশায়েক উদ্দিন সীমান্ত, সহ-সভাপতি, ২নং ওয়ার্ড, গালা ইউনিয়ন।