জয় দেব নাথ (নিন্ময়),
রাঙ্গুনিয়াঃ রাঙ্গুনিয়ায় সামাজিকভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।যার ফলে প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী।এমনকি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তরুণ থেকে শুরু করে বৃদ্ধ নারী-পুরুষও।
সর্বশেষ মঙ্গলবার (৯ জুন) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক ব্যক্তির (৬০) করোনা শনাক্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি সহ তার শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত ৩ জুন পাশ্ববর্তী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা পরীক্ষা দিলে মঙ্গলবার প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। খবর পেয়ে তার বাড়িটি লকডাউন করেছে রাঙ্গুনিয়া থানা পুুলিশ। তিনি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ায় রাঙ্গুনিয়ায় আক্রান্তের সংখ্যাটি অপরিবর্তীত রয়েছে।
এছাড়া একই দিন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার দ্বিতীয় মেয়াদেও করোনা পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ইসলামপুরে আক্রান্ত ব্যক্তি ছাড়া রাঙ্গুনিয়ায় এখন পর্যন্ত মোট ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাঙ্গুনিয়া থেকে ৩৬৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে প্রতিবেদন এসেছে ২৭৫ জনের। আক্রান্তদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ২ জন। বাকীদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪১ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫ জন।
এদিকে শুধুমাত্র মঙ্গলবার (৯ জুন) একজন ৩০ বছর বয়সী গৃহবধূ এবং ৮০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এভাবে গত কয়েক মাসে বেশ কিছু মানুষ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রাঙ্গুনিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত ২ মে। এরপর থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় রয়েছেন সর্বনিম্ন ১৮ বছরের তরুণ থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ ব্যক্তিও। কিন্তু এরপরও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। যত্রতত্র সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা ছাড়াই ঘুরাফেরা করছেন সাধারণ মানুষ। এই অবস্থা অব্যাহত থাকলে রাঙ্গুনিয়া করোনার হটস্পটে পরিণত হবে বলে আশংকা করছেন সচেতন মহল।