প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২০, ৩:০০ অপরাহ্ণ
টেকনাফে র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক- ১

ফরিদ বাবুল, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে একটি বস্তা থেকে ৯ হাজার ৭২০ পিস ইয়াবা ও দুইটি অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি রঙ্গিখালীর পশ্চিম জুম্মাপাড়ার ব্রিজের উপর থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক হলেন, হ্নীলা ইউপি রঙ্গিখালীর পশ্চিম গাজীপাড়ার মোঃ এজাহার মিয়ার ছেলে মমতাজ উদ্দিন (৪৬)। র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হ্নীলা ইউপি রঙ্গিখালীর পশ্চিম জুম্মাপাড়ার ব্রিজের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি সাদা রংয়ের বস্তা তল্লাশি করে ৯ হাজার ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশি তৈরি একটি ওয়ান শুটারগান, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার অস্ত্র ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.