ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য পরিদর্শকসহ তিন জনের  করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

শিমুল হাছান:
ফরিদগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক সহ আরও তিন জনের  করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ জুন (মঙ্গলবার) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৩ টি রিপোর্টের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও গ্রামের বিধান চন্দ্র দেবনাথ (৫৩), ৭নং পাইকপাড়া ইউনিয়নের কড়়ইতলি গ্রামের রাকিব হোসেন (৩৭) ও বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৩) এর রিপোর্ট পজিটিভ আসে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার  ৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে  ৩ জনের করোনা পজিটিভ।
তিনি আরো জানান, এই পর্যন্ত উপজেলা থেকে মোট ২৮৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ২৬৪ টি রিপোর্ট এসেছে। ২৩ টি অপেক্ষমান রয়েছে।
এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নির্দেশনায় আক্রান্তদের বাড়িগুলো সম্পূর্ন লকডাউন করে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত