
আজম খাঁনঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু’র পিতা,
চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন পটিয়াস্হ শোভনদন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান, শোভনদন্ডী স্কুল এন্ড কলেজ পরিচালনা সংসদের সভাপতি, শোভনদন্ডী আলফা-করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, শফি এন্ড কোম্পানির স্বত্বাধিকারী – জনাব আলহাজ্ব আহমেদ শফি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১২ (পটিয়া) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ্ব এনামুল হক এনাম।
আজ এক শোক বার্তায় এনামুল হক এনাম বলেন – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত হয়ে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরণ ভূমিকা রেখেছেন, যাহা অবিস্মরণীয়। তিঁনি বলেন – মরহুম জনাব আহমদ শফি দলের জন্য গুরত্বপূর্ণ অবদানের পাশাপাশি শিক্ষা, ব্যবসা ও সামাজিক উন্নয়নে আমরন পরিশ্রম করেছেন। তাঁর মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অপূরনীয় ক্ষতি হয়েছে, যাহা পূরণ করা সম্ভব নয়। জনাব আহমেদ শফি’র মৃত্যুতে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিঁনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং তার পরিবারবর্গকে ধৈর্য্য ধারনের ক্ষমতা দান করেন।
জনাব এনামুল হক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।