প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০১৮, ৩:৫৩ অপরাহ্ণ
মহেশপুরে জোনাকী ধর্ষনের আসামীরা আজও অধরা,পরিবার হতাশ
![]()
শহিদুল ইসলাম মহেশপুর থেকে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের কপিল উদ্দিনের কন্যা জোনাকী খাতুন (১৪) ধর্ষন মামলার আসামীরা ৩ মাস পার হয়ে গেলেও ধর্ষক সহ অন্যান্ন আসামীরা আজও ধরা ছোয়ার বাইরে থাকায় পরিবারের লোকজন হতাসের মধ্যে পড়ে হাবু ডুবু খাচ্ছে। মামলা সুত্রে জানা গেছে বাগানমাঠ গ্রামের কপিল উদ্দিনের কন্যা জোনাকী খাতুনকে একই গ্রামের আব্দুল খালেকের পুত্র জহিরুল ইসলাম (৪০) ও তার ৩ সহযোগীর সহযোগীতায় মেরে ফেলার ভয় দেখিয়ে মেয়েটিকে জিম্মি করে গত ২ মার্চ রাত পর্যন্ত ৫ দফা ধর্ষন করে। পরিবার প্রথম ধর্ষনের বিষয়টি জানতে পারলেও লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তিতে ঐ লম্পট জহিরুল তার আর এক সহযোগী ওহিদুলের সহতায় মেয়েটিকে আবারও জোর পুর্বক ধর্ষন সহ মোবাইলে ধর্ষনের ভিডিও ধারন করে। এভাবে মেয়েটিকে জিম্মি করে কয়েক দফায় ৫ বার ধর্ষন করে। সর্ব শেষ ১৪ ই জুলাই রাত্রে জোনাকী খাতুনকে ধর্ষন করায় গ্রাম্য ভাবে শালিস দরবার বসিয়ে লম্পট জহিরুলকে ৩০ হাজার টাকা জরিমানা করে। এবং ধর্ষনের ঘটনায় গত ২৮ জুলাই মেয়ের মা মায়া খাতুন বাদী হয়ে ১।ধর্ষক জহিরুল ইসলাম ২। সহযোগী ভুট্ট (ফরজ) ৩। হারুন ৪। কাজলের নাম উল্লেখ করে মহেশপুর থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গত কয়েক দিন আগে ধর্ষনের ভিডিও ধারনকারী ওহিদুলকে আটক করে জেল হাজতে প্রেনর করেছে। অথচো মুল ধর্ষক সহ অন্যান্ন আসামীরা গা ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে ঘুরে বেড়াচ্ছে। পাশা পাশি মামলার বাদীকে হুমকি চালিয়ে যাচ্ছে। এতে মেয়ে পরিবারের লোকজন হতাসার মধ্যে পড়ে হাবু ডুবু খাচ্ছে। এব্যাপারে পরিবারের লোকজন পুলিশ প্রশানের আশু হস্তক্ষেপ কামনা করছে ।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.