
মারুফ মাহমুদ চৌধুরী (ফেনী জেলা প্রতিনিধি)
ফেনীর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে দায়িত্বভার গ্রহন করেন ডাঃমাসুদ রানা। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় ১৪ জুন রবিবার ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন করোনা আক্রান্ত হওয়ায় ঐদিন বিকাল থেকে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমাসুদ রানাকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে দায়িত্বভার প্রদান করা হয়। তিনি জেলার দাগনভূইয়ার কৃতিসন্তান।ডাঃমাসুদ রানা ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্যযে করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের মধ্যে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সিভিল সার্জনের স্ত্রীও একজন চিকিৎসক। তার সিদ্ধান্ত মোতাবেক সাজ্জাদ হোসেনকে ঢাকায় পাঠানো হচ্ছে।গত শুক্রবার (১২ জুন) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে পাওয়া ফলাফলে সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে। তখন থেকে তিনি সদর উপজেলার লেমুয়া এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান।