
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে কাপ্তাই উপজেলার ভাইবোনছড়া দূর্গম পাহাড়ী পল্লীতে অসহায় দুস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি বেসরকারী উন্নয়ন সংন্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার আর্থিক সহযোগিতায় ৫টি নলকুপ ও দেশী মুরগী বিতরণ করা হয়।
রোববার(২১জুন) কতুবছড়িমোন পাড়া,বারুদগলা হেডম্যান পাড়া,ভাইবোন ছড়া দূর্গম পাহাড়ী পল্লীর অসহায় লোকদের মাঝে এই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
এসময় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর পিসি প্রতিনিধি রবীন চন্দ্র চাকমা,পিও জ্ঞান প্রিয় চাকমা,পিও তুখেন চাকমা,ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা কান্তি তনচংগ্যা,ইউপি সদস্য ও বিদ্যালয় কমিটির সভাপতি সুজয় বিকাশ চাকমা,গান্ধী লাল কার্বারী,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, আ’লীগ নেতা তজমুল আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, পাহাড়ী অসহায় দুস্থদের দীর্ঘ দিনের যে পানির সংকট ছিল এই সব টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট দূরীভূত হবে।
পরে ৪৫টি পরিবারের মাঝে ৪টি করে দেশী মুরগী বিতরণ করা হয়।