জামিল বিশ্বাসঃ
আজ ২৩ জুন সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান ফসলি জমির মাঝে এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানার পুলিশ প্রশাসন। নিহত যুবকের নাম লাল চাঁন মিয়া (৩২) সে রোয়াইল ইউনিয়নের কিসমত ভবানীপুর গ্রামের মজো মিয়ার ছেলে।পারিবারিক সূত্র জানা যায় গতকাল সকালে খরারচর বাজারে টাকা ভাংতি করার জন্য আসেন।তারপর থেকে তাকে আর খোজে পাওয়া যায়নি।আজ সকালে আনুমানিক সকাল ১০ ঘটিকাই প্রত্যক্ষদর্শীরা নিহত চানমিয়ার লাশ দেখে চিনতে পারেন এবং স্থানীয় প্রশাসনকে জানান ও তাহার পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা বলেন-এখন কিছু বলা সম্ভাব না, তদন্ত সাপেক্ষে সব কিছু বের হয়ে আসবে।