
কাপ্তাই (রাংগামাটি) প্রতিনিধি :
‘দুস্থ মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া সেনাবাহিনীর সহায়তায় বুধবার (২৪ই জুন) কাপ্তাই সেনা জোন ২৩ ইস্ট বেংগলের উদ্যোগে চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ উজ্জামান অসহায়দের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী , চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মারমা, চিৎমরম ইউনিয়নের আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
এর আগে জোন অধিনায়ক আগত জনগনের উদ্যোশে বলেন, সেনাবাহিনী সব সময় জন সাধারণের পাশে রয়েছে। অতীতে দূর্গম চিৎমরমের বিভিন্ন এলাকায় দেশের মানুষের বিরোধী, সাধারণ মানুষের বিরোধী পাহাড়ি সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালিয়েছে, যা আপনার দেখেছেন। তাই পাহাড়ের সাধারণ বাঙ্গালী-উপজাতিদের জীবনের নিরাপত্তা বিধান করতে কাপ্তাইয়ের চিৎমরমে নতুন করে ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ের সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং দেশের পক্ষে। পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলের ঐক্য গড়ে তোলার অনুরোধ জানান তিনি।।