
সাকিল ইমতিয়াজ।
মসজিদ মন্দির পাশাপাশি
কোন্ দেশে ভাই আছে?
আমার দেশে আছে ওহ্ ভাই
আমার দেশে আছে।
মসজিদে নামাজ হয়
মুসলিমেরা আসে,
মন্দিরে ধর্মচর্চা করে তারা বসে।
আমার দেশে নাই ভেদাভেদ,
হিন্দু মুসলিম বৌদ্ধ।
বাংলা মায়ের সন্তান আমরা
নেই কোনো যুদ্ধ।
বাংলা হলো আমার দেখা
মমতার এক বাণী।
হিন্দু মুসলিম সাথে চলে
নেই হানাহানি।
বাংলার মতো শান্তি
দেখিনি আর স্থান,
বাংলা আমার গর্ব
শান্তির এক বাসস্থান।
নজরুলের চাওয়া সমতা সে
আমার দেশে আছে,
এমন সমতা পেয়ে
বাংলা মা হাসে।
চেষ্ট জীব সৃষ্টি কর্তার
অশান্তি আমরা করবো না।
শান্তি শান্তি শান্তি চাই!
এই মোর প্রার্থনা।