
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী ( রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সশস্ত্র হামলা চালিয়ে বাঙ্গালী এক যুবক কে গুলি করে হত্যার চেষ্টা করছে বলে জানাগেছে। গুলিবিদ্ধ অবস্থায় গুরুত্বর অাহত যুবক অালী অাহাম্মদ কে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে রের্ফাড করেছে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সে ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়ার জাপর অাহাম্মদের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টা ৩০ মিনিটের সময় রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও অাহতের স্বজনদের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে নিজস্ব পৈত্রিক ঘরেই অবস্থান করছিলেন অালী অাহাম্মদ।অনেকটা অাকস্মিক ভাবে হানা দিয়ে সন্ত্রাসীরা তার বসত ঘর ঘিরে ফেলে এবং তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এ সময় মাথায় পিঠে ও হাতের বাহুতে তিন টি গুলি লেগে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর গুলিবিদ্ধ হয় অালী অাহাম্মদ। মৃুতু হয়েছে মনে করে দুবৃত্তরা চলে গেলে তার স্বজনরা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসে। সে খান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় চট্রগ্রাম মেডিকেলে রের্ফাড করেন হাসপাতাল কতৃপক্ষ। এ দিকে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান জানিয়েছেন,অামরা ঘটনার পর পরই ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি, অাশে পাশে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অালী অাহাম্মদের পরিবার মামলা করার প্রক্রিয়া নিচ্ছে বলে তিনি জানান।