মো. আব্দুল্লাহ, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম :
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় সেচ্ছাই রক্তদান সংস্থা রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ১ম বর্ষপূর্তী উদযাপন সম্পন্ন হয়েছে। ১২ নভেম্বর সোমবার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও এডমিন মো. ইলিয়াছ হায়দারের সভাপতিত্বে, শহিদুল ইসলাম এবং হাবিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার ইউএনও মাসুদুর রহমান, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মোমিনুর রহমান, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সায়েম ও সিনিয়র শিক্ষক রহিম উদ্দীন সিকদার, সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব নিজাম উদ্দীন তালুকদার, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইকবাল হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সংস্থার উপকারিতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংস্থার কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শুরুর আগে ১ম বর্ষপূর্তী উপলক্ষে এ দিন সকাল ১০-১২টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামের সামনে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে শতাধিক মানুষ উক্ত সেবা গ্রহণ করে বলে সংস্থাটির পক্ষ থেকে জানা যায়। উল্লেখ্য রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক বিনামূল্যে রক্তের যোগানদাতা হিসেবে দীর্ঘ একবছর ধরে কাজ করে আসছে। ইতিমধ্যে উক্ত সংস্থার সদস্য সংখ্যা শতাধিকের উপরে। সংস্থাটি শুরু থেকে এক বছর সময়ে রাঙ্গুনিয়া উপজেলার শতাধিক রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করেছে বলে জানা যায়। সংস্থাটির এক বছর পূর্তী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন সেচ্ছাসেবী রক্তদান সংস্থা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এছাড়া অভিনন্দন জানিয়েছে সিটিজি ব্লাড ব্যাংক, রাউজান ব্লাড ব্যাংক,রেইনবো ব্লাড ব্যাংক, মর্ডান ব্লাড ব্যাংক।