সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর মায়ের কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান নতুন আবাসিক এলাকার হজরত মা আয়শা (রাঃ) জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানিতে খতমে গাউসিয়া শরীফ, কোরানে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুলখানি তে উপস্থিত ছিলেন মরহুমার বড় ছেলে হাজী নুরুল হক। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী সঙ্গীত শিল্পী মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী’র। উক্ত খতমে গাউসিয়া শরীফ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ) সুন্নিয়া শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা লুৎফর রহমান কাদেরী। সবশেষে মরহুমার মাগফেরাতের জন্য মোনাজাত করেন মাদ্রাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল) চন্দ্রঘোনা’র সিনিয়র ক্বারী হযরতুল আল্লামা হাফেজ আব্দুল মান্নান আলকাদেরী (মাঃজিঃআঃ)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রঘোনা ৯নং শাখার সসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, মোজাম্মেল হক, ফিরোজ আলম সহ মরহুমার আত্মীয় স্বজন ও অন্যান্য উলামায়ে কেরামগন।

গত ২৮শে জুন ভোর ৬ টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর মা হাজী ছুরা খাতুন ইন্তেকাল করেন এবং ঐদিন বাদ যোহর রাংগুনীয়া ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচু বাগান নতুন আবাসিক এলাকার হযরত মা আয়শা (রাঃ) জামে মসজিদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত