প্রেস বিজ্ঞপ্তি,
আজ ৫জুলাই রোজঃ রবিবার বাদ যোহর
বিশ্বব্যাপি কোভিড-১৯ এর কবল থেকে মুক্তি ও বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি সহ অঙ্গসংগঠনের অসুস্থ নেতৃবৃন্দুদের সুস্থতা কামনায় এবং জাতীয়তাবাদী আর্দশের মৃত্যুবরণ কারী সকল নেতৃবৃন্দুরদের জন্য ও চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আবু মুছা'র শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেন আবু মুছা'র নিজ বাস ভবনে।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির মহানগর শাখার সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা বক্তব্যে বলেন আজ দেশে মানুষ সরকারের অব্যবস্থাপনায় হতাশ। একদিকে চিকিৎসা না পেয়ে মানুষ হয়রানী হচ্ছে। চিকিৎসাবিহীন অনেক মানুষ মৃত্যুবরণ করছে। জনগণ পরীক্ষা করতে গিয়ে তাদের রির্পোট সরাসরি না পেয়ে, রির্পোট পাওয়ার আগেই অনেকে মৃত্যুবরণ করে। মৃত্যু'র পর তাকে ঘোষণা করা হয় সে করোনা রোগী। এইভাবে তো একটি রাষ্ট্র ও দেশ চলতে পারে না। তাই আজ জনগণের জন্য সরকার নেই,আছে শুধু উপর ওয়ালা। আজ সরকার জনগণের পাশে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ। তাই আসুন আজ এই মহামারি থেকে মুক্তি পেতে এবং সরকারের হাত থেকে রক্ষা পেতে আল্লাহ্ তায়ালার কাছে আমরা সবাই দোয়া করি। ডাঃ হাকিম ক্বারী মাওলানা মুসলেহ্ উদ্দীন আহমাদ নূরী উক্ত মাহফিলে বিশ্বব্যাপি মহামারি ভাইরাস সংক্রামিত হতে আল্লাহ সবাইকে হেফাজত করার জন্য মোনাজাত করেন।
এই সময় দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক রাজঁন খাঁন,পাচঁলাইশ থানা বিএনপির সহ-সভাপতি আবুল বশর,আমিন শিল্প অঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড বিএনপির সহ - সভাপতি আব্দুল হালিম, আমিন শিল্প অঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মনির হোসেন খসরু,সহ সাধারণ সম্পাদক মোঃ আলী,বিএনপির নেতা নুরু ইসলাম,মোঃ সেলিম,মোঃআমজাদ,স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ,চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন,পাচঁলাইশ থানা যুবদলের সদস্য জুনায়েত হোসেন রানা,পাচঁলাইশ থানা যুবদলের সদস্য নেয়ামত উল্লাহ্ সবুজ,আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড যুবদলের যুগ্ন আহ্বায়ক বেলাল হোসেন হামজা,ছাত্রদল নেতা মোঃ আলতাফ হোসেন, আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওর্য়াড যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ হানিফ রানা,মোঃ জহির,মোঃ সুমন, জিল্লু, রুবেল,ছাত্রনেতা মেহেদী আহম্মেদ (ইমন) প্রমূখ।