কাপ্তাই স্বাস্থ্যবিভাগে নমুনা সংগ্রহে ভীড় : প্রতিদিন ৪ জন করে রোগীর সেম্পল কালেকশনে সিভিল সার্জনের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার নমুনা দিতে প্রতিদিন অস্বাভাবিক ভীড় লক্ষ্য করে গেছে, ফলে স্বাস্থ্য বিভাগের ৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে (ল্যাব) ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে করোনার উপসর্গ না থাকলেও নমুনা দিতে আসছে হাসপাতালে। অথচ রাঙামাটি সিভিল সার্জন কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই স্বাস্থ্য বিভাগের নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। সংযোজিত নতুন নিয়মে প্রতি সপ্তাহে শনি, সোম, বুধ এই তিন দিনে রোগীদের সেম্পল কালেকশন করা হবে, এছাড়াও উক্ত তিনে সর্বমোট ২৪ জনের অধিক সেম্পল কালেকশন করা যাবেনা এবং সপ্তাহে ২৪ জনের অধিক রোগীর সেম্পল কালেকশন করলেও তা রাঙামাটি সিভিল সার্জন অফিস গ্রহন করবেনা বলে জানিয়েছে রাঙামাটি সিভিল সার্জন দপ্তর। এইছাড়া রোগীদের সেম্পল গুলো দুপুর ১২ টার মধ্যে কালেকশন করতে হবে এবং দুপুর ২টার মধ্যে রাঙামাটিতে প্রেরণ করতে হবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ ছাড়া কোন রোগীর সেম্পল কালেকশন করতে নিষেধ করেছেন ঐ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক করোনা শনাক্তের ফি নির্ধারন হওয়ার পর থেকে সেই নির্ধারিত ফি দ্বারা করোনা পরীক্ষা করানো হচ্ছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, সপ্তাহে ৩ দিন করে নমুনা পাঠাতে সিভিল সার্জন দপ্তরের নির্দেশনা আছে, এরপরেও অনেকে উপসর্গ না থাকলেও হাসপাতালে ভীড় করছেন নমুনা দিতে, ফলে তার দপ্তরের ৩ জন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এর অতিরিক্ত চাপ পড়ছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত