
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর ও করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ লক্ষ্যে ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারকে আহবায়ক করে ১২ জন বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১২ বান ঢেউটিন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তথ্যমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন জসিম উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবু মনছুর, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, ইউপি সদস্য দিদারুল আলম, আবু তালেব, মো. হাশেম প্রমুখ।
উল্লেখ্য গত ৬ জুলাই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় তিনটি বসতঘর। এতে নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার। এরপর থেকেই মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। তবে তথ্যমন্ত্রীর ঘর করে দেওয়ার উদ্যোগে এবং তাৎক্ষণিক সাহায্যে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
ছবিঃ সেকান্দর হোসেন সান্ত।