
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক দলকে পিপিই(পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট) দিলেন এ রহমান গ্রুপ। আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে এ রহমান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব এম কোরবান আলী পৌরসভার সৈয়দবাড়ি নিজ বাস ভবনে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের হাতে পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া (দক্ষিণ-মধ্যম) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার প্রচার সম্পাদক এস এম সোহেল রানা, সৈয়দবাড়ি ওয়ার্ড শাখার সহ-সম্পাদক মো. মেজবাহ উদ্দিন মেনন, দপ্তর সম্পাদক মাওলানা মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
ছবিঃ সেকান্দর হোসেন সান্ত।