চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসবিএ হাসপাতালকে কোভিট-১৯ হাসপাতালে রুপান্ত‌রের দাবিতে উপজেলা ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

 

দেলোয়ার হোসাইন সাইমুনঃ

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবস্থিত বিএসবিএ হাসপাতাল কে কোভিট-১৯ হাসপাতালে রুপান্ত‌রের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।

গতকাল (রবিবার) সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে শুরু হয় মানববন্ধন। মানববন্ধনে উপস্থিত ছিলেন
সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক- শায়েস্তাখান সাজু, যুগ্ন আহ্ববায়ক- জামশেদ খান, যুগ্ন আহ্ববায়ক- ওমর ফারুক, সদস্য মাকসুদ ও উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তাবিদ সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী।

এসময় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক জনাব শায়েস্তাখান সাজু বলেন আমরা সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে মানুষের মাজে মাস্ক, হ্যান্ড সেন্ডেইজার, ত্রাণ বিতিরন সহ আর্থিক অনুদান প্রদান করে আসছি। এছাড়াও যেকোনো পরিস্থিতি ছাত্রলীগ মাঠে আছে বলে যানান তিনি।

সবশেষে, বিএসবিএ হাসপাতালকে কোভিট-১৯ হাসপাতালে রুপান্তর করার জোর দাবি জানান উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত