দেলোয়ার হোসাইন সাইমুনঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের গলায় ফাস দিয়ে মোঃ আনিছ (১৫) নামের এক কিশোর আত্নহত্যা করেছে। রবিবার রাত ২টা ৩০মিনিটের সময় উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনা স্থানে পোঁছানোর আগেই ছেলেটির লাশ নিয়ে নিজ বাড়ি কুমিল্লায় চলে যায় তার পরিবার।
দীর্ঘদিন যাবৎ তারা ঐই এলাকার বাসিন্দা হাজ্বী জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকতেন বলে যানা গেছে।
স্থানীয় সূত্রে যানা যায়,
নিহত আনিছ তার পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাটিয়ারি বিএসবিএ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নূর নবী।
তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু আমরা ঘটনাস্থলে পৌছাবার আগেই পরিবারের লোকজন তাদের নিজ বাড়ি কুমিল্লায় চলে যায়।