নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সিডিএ এভিনিউ রোডস্থ ২নং গেইট এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল ১২ জুলাই মহানগরীর খুলশী থানাধীন সিডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন। আটককৃত আসামীরা হলেন, মোঃ মনু মিয়া (৫৫), পিতা-মৃত আব্দুর জাব্বার, গ্রাম- বারুর দক্ষিনপাড়া (মুন্সি বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে- মোজাফরনগর, থানা-খুলশী, সিএমপি, চট্রগ্রাম, মোঃ আবুল হাসেম (৪২), পিতা-মৃত কবির আহাম্মদ, গ্রাম- রাজাপাড়া, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্রগ্রাম, বর্তমানে- নতুন চান্দগাঁও, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম। র্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি প্রতারক চক্র বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষের নামে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর নাম, স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ কার্ড অবৈধ ভাবে তৈরি করে বিভিন্ন গাড়ী চালকের নিকট সরবরাহ করার জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সিডিএ এভিনিউ রোডস্থ ২নং গেইট ১০০৫/৪ বি বাড়ীয়া স্টীল ফার্নিচার এর সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে দুই প্রতারক কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ০৩ টি ভূয়া ড্রাইভিং লাইসেন্স উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ, চট্টগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর নাম, স্বাক্ষর ও সীল ব্যবহারের মাধ্যমে ভূয়া ড্রাইভিং লাইসেন্স প্রদান করে বিপুল পরিমাণ অর্থ প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।