জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে সিংগাইর ঘোনাপাড়া ঘোবিন্দল হাইস্কুলের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় রাস্তার পাশে পরে ছিল ওই ব্যক্তির মরদেহ।মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিতদের জানান, স্থানীয় লোকজনের দেয়া খবরের উপর ভিত্তি করে লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।