
ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের বাসিন্দা লিভার সিরোসিসে আক্রান্ত হেলায়েত হোসেন এবং ব্রেইন স্ট্রোকে আক্রান্ত উপজেলা সদর বড়ইছড়ি নিবাসী মো: শাহাবুদ্দীনকে সরকারের সমাজসেবা অধিদপ্তর হতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করো সর্বমোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্রাফ আহমেদ রাসেল এদের হাতে সমাজসেবা অধিদপ্তরের এই চেক হস্তান্তর করেন। এইসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্হিত ছিলেন।