এম এ মান্নান :
চট্টগ্রাম টাইগারপাসে দ্রুতগতি ঘাতক বাস চাপায় আল আমিন নামের ৪০ বছর বয়সী এক সাইকেল আরোহী পোশাক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাত টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন লালখানবাজারের মতিঝর্ণার রফিক ড্রাইভার বাড়ির আব্দুল মান্নানের ছেলে এবং তিনি চট্টগ্রাম নগরের একটি পোশাক শীল্প কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন আজকের কর্ণফুলীকে তিনি বলেন ‘শনিবার একটি যাত্রীবাহী বাসের চাপায় আল আমিন নামের এক পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন।’
এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘আজ সকালে টাইগারপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় একটি বাস আটক করা হয়েছে। বাসটি ৪ নম্বর রুটে চলাচল করে। ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’