রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
২০ জুলাই,২০১৮ ইং।ব্রহ্মোত্তর গ্রামের কতিপয় যুবকরা মানবতার টানে একতাবদ্ধ হয়ে গঠিত করে ব্রহ্মোত্তর রক্তদান সংস্থা।ব্রহ্মোত্তর রক্তদান সংস্থা গঠিত হওয়ার পর থেকে গ্রামে কোন রোগীর রক্তের অভাবে ভোগান্তী পোহাতে হয়নি। শুধু গ্রামে নয়,অত্র সংগঠনের সদস্যরা বিভিন্ন গ্রামে ও উপজেলা কিংবা জেলার রোগীকে রক্তদিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছে। ব্রহ্মোত্তর রক্তদান সংস্থা শুধু রক্তদানে গ্রামের সকল যুবক ভাইদের কাছে মানবতার দাওয়াত পৌছে যায়। সেই সুবাদে সংগঠনের ব্যাপকতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয় নামকরণের উদ্যোগ। যেটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। ব্রহ্মোত্তর রক্তদান সংস্থার নতুন নামকরণ হয় স্বনির্ভর রাঙ্গুনীয়া রক্তদান সংস্থা। যদিও ব্রহ্মোত্তর রক্তদান সংস্থা। মানবতার স্বার্থে স্বনির্ভর রাঙ্গুনীয়া রক্তদান সংস্থা কে এখন মনের মনিকোঠায় স্থান দিয়ে কাজ করে যেতে হবে। আজকের সংগঠনের এই অবস্থানের আসার পিছনে যাদের বিশেষ অবদান রয়েছে তারা হলেন আমাদের উপদেষ্টাবৃন্দ।তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। আশা করছি অতীতের মত ভবিষ্যতেও প্রিয় পরিবারের পাশে সবাইকে পাব।
স্বনির্ভর রাঙ্গুনীয়া রক্তদান সংস্থা দীর্ঘজীবি হউক ইনশাআল্লাহ।
ছবিঃ সেকান্দর হোসেন সান্ত।