রাজস্থলীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্ট রাজস্থলী

নিজস্ব প্রতিবেদক

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যাগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
( ২২) জুলাই বুধবার রাজস্থলী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেকের নের্তৃত্বে এক ভ্রাম্যমান অাদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, সঞ্চয়দেব নাথ, অফিসার ইনচার্জ মফজল অাহামদ, বাজার কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সেন, সহ অন্যান্য নেতৃেবৃন্দ, বাজারে ফরমালিন যুক্ত মাছ বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে অাইনের অাওতায় এনে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহনের কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট । তিনি ভোক্তা অধিকার অাইনে রতন কান্তি সেন বাজে মালের দোকানদার কে ৫০০ টাকা জরিমানা অাদায় করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত