
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তিন বছরের সাজা প্রাপ্ত আসামীকে বুধবার (২২) জুলাই আটক করেছে রাজস্থলী থানার পুলিশ। পুলিশ জানায়, রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পূর্ব তাইতং পাড়া এলাকার মংশৈপ্রু মারমার ছেলে উচিঅং মারমা (৩০) নামীয় বান্দরবান জেলার রুমা থানায় জি অার মামলার ৩৬০/১৭. সাজা প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে তিন বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাস কারাদন্ডে দন্ডিত করা হলে সে দীর্ঘদিন অাত্নগোপন থাকায় রাজস্থলী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ছৈয়দ ওমর ফারুক সংগীয় এস অাই সহ তাকে অাটক করে। বৃহস্পতিবার অাসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি মফজল আহামদ খান জানান।