
দেলোয়ার হোসাইন (সাইমুন)
দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সীতাকুণ্ডও কিন্তু তার বিপরিত নয়। দেশের উন্নতম শিল্প এলাকা হিসাবে খ্যাত সীতাকুণ্ডে সাম্প্রতিক সময়ে ঘড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন কল কারখানা। কিন্তু বেকারত্ব দূরিকরনে এলাকাবাসীর প্রতি কোনো ভূমিকা রাখছে না সীতাকুণ্ডের শিল্পকারখানা গুলো।
দুঃখজনক হলেও সত্য সীতাকুণ্ডে এতো কলকারখানা, মিলস্, ফেক্টরি থাকার শর্তেও প্রত্যাশিত চাকরি পাচ্ছেনা এলাকাবাসী। ফলে সীতাকুণ্ডের সকল কলকারখানায়
সীতাকুন্ড বাসীর জন্যে ৫০% কোটা সংরক্ষনের দাবি জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছে সীতাকুণ্ডবাসী।
অনেকের দাবি সীতাকুণ্ডের কলকারখানা গুলোতে যদি প্রত্যাশা অনুযায়ী এলাকাবাসীদেরকে চাকরি দেওয়া হয় তাহলে সীতাকুণ্ডের মানুষ চাকরির জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন হবেনা। কিন্তু সীতাকুণ্ড এতো কলকারখানা থাকার পরও সীতাকুণ্ডের মানুষকে চাকরির জন্য ছুটে যেতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।