মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
সংবাদ সংগ্রহের কাজে ছুটে চলা সাহসী কলম সৈনিক রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব বেশ কিছু দিন ধরে জ্বর সর্দি কাশির সমস্যায় ভুগছিলেন।
গত ১৭জুলাই ২০২০ করোনা পরিক্ষার রিপোর্টে পজিটিভ আসে এবং বর্তমানে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে আইসোলেশন চিকিৎসাধীন রয়েছে।
আজ মরিয়ম নগর পাগলা মামা মাজার প্রাঙ্গনে, রাংগুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে অত্র সংঘের উপদেষ্টা জনাব আব্বাস হোসাইন আফতাব ভাই এর রোগ মুক্তি কামনা সহ উদ্দীপ্ত তরুণ সংঘের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ, শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং করোনা ভাইরাস মহামারী থেকে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ মাহাফিল অত্র সংঘের সভাপতি রবিউল মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত।
এতে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তরুণ সংঘের প্রধান উপদেষ্টা জনাব শওকত হোসেন সেতু, সিনিয়র উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা সিরাজী, উপদেষ্টা জনাব আলহাজ্ব নুরুল ইসলাম আজাদ, উপদেষ্টা জনাব আলহাজ্ব আবু সালেহ, উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।