রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার থানা পুলিশের উদ্যাগে সোমবার ২৭ জুলাই বাজার প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,সাংবাদিক অাজগর অালী খান, এস অাই, অাবদুল মজিদ,ডাঃ লিটন বনিক,চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা, উদয় মেম্বার সহ দুর দুরান্ত থেকে অাগত নারী পুরুষ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি তদন্ত সৈয়দ ওমর। প্রধান অতিথি নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন,বর্তমানে দেশে করোনার প্রভাব হওয়াতে সকলে সংকিত, অাপনারা বাল্য বিবাহ রোধ সন্ত্রাসী মাদক ও মানব পাচারকারীদের প্রতিরোধ করতে হবে। সবাই সচেতন হতে হবে সামাজিক দুরত্ব বজায় রেখে সবাই কে মেনে চলতে হবে। প্রতিদিন, হাত ধোয়া মাক্স পড়ে বাজার বা বিভিন্ন এলাকায় অাসা যাওয়া করতে হবে। পুলিশিং বিট সভায় সকলে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অালোচনা হয়।
মোঃ,অাজগর অালী খান
রাজস্থলী ২৭ জুলাই,,