রাঙ্গুনিয়ায় মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

মো. আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম :
রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন হয়। ১৪ নভেম্বর বুধবার থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর  বৃহস্পতিবার পর্যন্ত দুইদিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি দাঃ। মাদ্রাসার পরিচালক মাওলানা ইছহাক নূরের সভাপতিত্বে এবং শিক্ষক ক্বারী মো. ইসমাঈলের সঞ্চালনায় উক্ত মাহফিলে ইসলামি তশরিফ আনেন চট্টগ্রাম ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী, প্রধান মুফতি মাহমুদুল হাসান, মুবাল্লিগে ইসলাম মুফতি নজরুল ইসলাম কাসেমী, জামিয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা আবদুল হালিম বুখারী, মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আজিজুল হক আল-মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিরুজ্জামান, মাওলানা মাহ্ফুজুর রহমান, মাওলানা মফিজুর রহমান, মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম কাফকু মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন প্রমুখ। উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। মাহফিলে প্রখ্যাত আলেমগনের নসিহত শ্রবণ করার জন্য রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের ভীড় জমে। ১ম দিনের প্রধান আকর্ষণ ছিল আল্লামা শাহ আহমদ শফি দাঃ। এছাড়া শেষদিনের সকাল থেকে অন্যান্য বক্তাগনের ওয়াজ শ্রবণ করার জন্য রাঙ্গুনিয়ার হাজার হাজার তাওহিদি জনতার সমাগমে মাহফিল আরো সুন্দর্যমন্ডীত হয়ে ওঠে। অাখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। এতে দেশ ও জাতীর জন্য বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত