সাকিল ইমতিয়াজ
সব কোলাহল থেমে গেছে,
গভীর নিস্তব্ধতা ভর করেছে ধরনীর বুকে,
ঝিঁঝি পোকার ডাকে রাত আরও ভয়ানক,
তখনও আমি জেগে আছি,
আকাশের তাঁরার সাথে কথা বলছি,
তোমাকে না বলা যতো কথা।
একখণ্ড মেঘ তাঁরা গুলোকে ঝাপটে ধরেছে,
প্রথম বার আসা অতিথি আলিঙ্গনের মতোই,
আকাশ জুড়ে মিটমিট করে জ্বলতে থাকা তাঁরা
গুলো আকস্মিক বিলীন হয়ে গেলো,
এ বুঝি মেঘ নয়,আকাশের জমানো কষ্ট।
কয়েক মুহূর্তের জন্য খুলে দেয়া হয়েছে পৃথিবী
থেকে বেরিয়ে যাবার দুয়ার,
জোনাকিরা ঝাঁক বেঁধে ছুটছে মিলনের মধু আহরণে।
একরাশ কৃষ্ণচূড়া সুবাস ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল
দিনের শেষ বিকেলে যেমন ছড়ায়,
সাথে একদল মৌমাছি গুঞ্জন করে উঠলো,
আম্রকাননের মৌ মৌ গন্ধে সারাপাড়া
মুখরিত,নিরাশার আঙ্গিনাও।
প্রবহমান নদীর মতোই তোমার যৌবন,
তোমার আগমনে জেগেছে নির্জীব প্রাণে
সজীবতার স্পন্দন,
নিঃশ্বাসের কলকাকলিতে মুখরিত চারদিক,
তোমার যৌবনের ঝর্ণাধারায় স্নাত হচ্ছে
প্রণয়ের সকল শব্দগুচ্ছ।
আমি চুষে নিয়েছি প্রদীপের সবটুকু আলো,
ছিন্ন বিছিন্ন করে দিয়েছি ঐশ্বর্যের আঙ্গিনা,
হৃদয়ের মহেন্দ্র ক্ষনে ঢেলে দিয়েছি যেটুকু
নিঃসৃত হচ্ছে প্রদীপ হতে চুষে নেওয়া আলো,
প্রেয়সীর মুগ্ধ চোখের চাহনিতে সহস্র জীবন
বিপন্ন হওয়ার স্বাদ পেয়েছি।